সম্পর্কে চৈত্রের রুক্ষতা
ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।
আচমকা মনে জমে মেঘ
বৃষ্টি নামে তেড়ে, ভেজায় দুই আঁখি।
শীতলতার আমেজ দিয়ে
উষ্ণতা ফেরে, বলে তোকে ভালবাসি।
অভিমান পাক খায় মনে
ধুলোর কুণ্ডলীর মত, মিলায় হঠাৎই ।
মনের আকাশে লাগে রঙ
সময়ের ক্যামেরায় তুলি প্রণয়ের ছবি।
বিষাদের কালো ছায়া কাটে
নতুন স্বপ্নে মাখে স্নিগ্ধ আলোক রবি।